কাজিপুরে বিনা কারনে ঘোরাঘুরিতে ৪৪ জনের অর্থদন্ড
মোহাম্মদ আশরাফুল, কাজিপুর (সিরাজগঞ্জ):
চলমান করোনা সংকটে সামাজিক দূরত্ব না মানায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৪৪ জনকে জরিমানা করা হয়েছে। বুধবার (৮এপ্রিল) সন্ধ্যায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, “মঙ্গলবার এবং বুধবার দুই দফায় ৪৪ জনকে বিনা কারণে বাইরে ঘোরাঘুরি এবং সামাজিক দূরত্ব না মানায় জরিমানা করে সতর্ক করা হয়েছে।” এসময় তিনি সবাইকে এই সংকট মোকাবেলায় নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, এই ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।