কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসনের বনার্ঢ্য আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার প্রত্যুষে তোপধ্বনি, সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ। দুপুরে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন। বিকেলে প্রশাসন বনাম বীর মুক্তিযোদ্ধা প্রীতি ফুটবল ম্যাচ ও উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী এবং সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো উল্লেখযোগ্য।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বক্তব্যে তিনি বলেন, এই পৃথিবী যতদিন থাকবে, ততদিন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের নাম উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে সম্মানিত করেছেন এবং করে যাচ্ছেন। আমি গর্ববোধ করি, আমি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় নেতা এম মনসুর আলীর নাতি ও জাতীয় জননেতা মোহাম্মদ নাসিমের পূত্র। আমিও আজীবন আপনাদের পাশে আছি এবং থাকব। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন,
সংবর্ধনা উপকমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) প্রমূখ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোলায়মান আহমেদ, হাবিবুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সাবেক পৌর মেয়র গোলাম মোস্তফা তালুকদারসহ বীর মুক্তিযোদ্ধাগণ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারী কমিশনার (ভূমি) একেএম আরিফুল ইসলাম,
পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন প্রমূখ।