কাজিপুর

কাজিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ও দুস্থ গবাদিপশু খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

বুধবার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকায় কাজিপুর উপজেলা পরিষদের আয়োজনে দুর্যোগ ও এাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ খলিলুর রহমান সিরাজী বিতরণ কাজের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, পৌরসভার কাউন্সিলর কুড়ান আলী, সাবেক ছাত্রনেতা আব্দুল মুকিত, ছাত্রনেতা শাওন, ফারুক হাসানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, এবার উপজেলা পরিষদের আয়োজনে ১৩৭জন গো-খামারিদের মাঝে এই গো-খাদ্য বিতরণ করা হয় এবং প্রত্যেককে ১ বস্তুা (৫০) কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়।