কাজিপুরে প্রান্তিক জনগোষ্ঠী ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুরে সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সফট স্কীল প্রশিক্ষণ গ্রহণকারী ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭-ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সফট স্কীল প্রশিক্ষণকারী ৮০’জনকে এককালীন ১৮’হাজার হারে মোট ১৪’লক্ষ ৪০’হাজার টাকার ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৩০’জনকে ২৫’শত টাকা হারে মোট ৭৫’হাজার টাকার এবং আর্থিক সহায়তা বাবদ ৩২’জনকে মোট ৮৩’হাজার ৫’শত টাকার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী’র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলা উদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সরকারি মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম রাঙ্গা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন প্রমূখ।