কাজিপুরে জাতীয় ভোটার দিবস পালিত
মোহাম্মদ আশরাফুল, কাজিপুর (সিরাজগঞ্জ) :
‘ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নিব’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুরুতেই দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র্যালি বের হয়ে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে। পরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, থানার অফিসার ইনচার্জ এ.কে.এম লুৎফর রহমান প্রমূখ।