কাজিপুরে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ৫২ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে কাজিপুর উপজেলা শাখার কৃষক লীগ।
দিবসটি উপলক্ষে শনিবার (১৯ এপ্রিল) সকালে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, উপজেলা স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহা আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন , সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম বিপু, সহসভাপতি সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোমিন রানা, অর্থ সম্পাদক আলমগীর হোসেন। বক্তারা বলেন, এখন থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে। বিএনপি- জামায়াত ও বহির্ভূত যারা ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সকলই সচেতন থাকার আহ্বান জানান তারা। কাজিপুর উপজেলা কৃষক লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী ও সুসংগঠিত।” এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগ,পৌর কৃষক লীগ ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি / সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ। পরে জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়।উল্লেখ যে, দেশের কৃষি এবং কৃষকদের স্বার্থ রক্ষার জন্য ১৯৭১ সালের ১৯ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন।