কাজিপুরে অর্ধডজন মামলার আসামি রেজাউলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক:
মাদক মামলা, ধর্ষণ মামলা সহ অর্ধডজন মামলার আসামি রেজাউলের অত্যাচারে অতিষ্ঠ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা পারুলকান্দি ও পার্শ্ববর্তী ধুনট উপজেলার কয়েক গ্রামের বাসিন্দারা। রেজাউল কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের পারুলকান্দি গ্রামের আত্তাব প্রামাণিকের ছেলে।
এলাকাবাসী চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি রেজাউলের হাত থেকে রক্ষা পেতে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সরজমিন গিয়ে একাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদক মামলা, ধর্ষণ মামলা, চুরি-ছিনতাই সহ রেজাউলের বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে। সর্বশেষ ২০২২ সালের ৭’ডিসেম্বর কাজিপুর থানা পুলিশের হাতে রেজাউলের নিজ গ্রাম পারুলকান্দি থেকে ১০’গ্রাম হেরোইন সহ আটক হয়েছিল। ধর্ষণ মামলা ও মাদক মামলার একাধিক বার জেলও খেটেছেন। সম্প্রতি জামিনে বাইরে এসে রেজাউল এলাকার বিপদগামী কিছু যুবকদের নিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের বিশাল সিন্ডিকেট সাজিয়েছে। এই সিন্ডিকেটের মাধ্যমেই এলাকার নিরীহ মানুষদের হামলা, চুরি-ছিনতাই
নির্যাতন সহ নানা ধরনের হয়রানি করে আসছে।
একাধিক ভূক্তভোগী আরও জানান, সন্ধ্যা নামলেই শুরু হয় রেজাউল ও তার বাহিনীর নানা অপকর্ম। জোরপূর্বক বিভিন্ন বাড়িতে গিয়ে মহিলাদেরকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার সময় একাধিক বার আটক হলেও রহস্যজনকভাবে
পরবর্তীতে রেজাউল ও সহযোগীদের কিছুই হয়নি। এমনকি রেজাউল বাহিনীর ভয়ে কেউ অভিযোগ করার সাহসও পায়না।
মাদক কারবারি রেজাউলের এসকল অপকর্মে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সহযোগিতা করছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক পার্শ্ববর্তী ধুনট উপজেলার চর নাটাবাড়ি গ্রামের ভুক্তভোগী
জানান, গত ১৪’জুন বুধবার রাত সাড়ে নয়টার
দিকে রেজাউল আমার পুত্রবধূর ঘরে জোরপূর্বক প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করে। পুত্রবধূর চিৎকারে আমরা গিয়ে আটকের চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে রেজাউল পড়নের লুঙ্গি,জুতা,একটি মোবাইল ফোন ও একটি চাকু রেখে পালিয়ে যায়। এ ঘটনায় আমার বড় ছেলে আহত হয়েছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ করিনি রেজাউল ও তার বাহিনীর ভয়ে।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম হোসেন জানান, রেজাউল ধর্ষণ ও মাদক মামলায় একাধিক বার জেল খেটেছে। প্রতিনিয়ত রেজাউলের বিরুদ্ধে এধরনের অসংখ্য অভিযোগ থাকলেও ভয়ে অনেকেই অভিযোগ দায়ের করার সাহস পায়না।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, রেজাউল কাজিপুর থানার তালিকাভূক্ত মাদক কারবারি। বর্তমানে সে এলাকার বাহিরে রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।