কাজিপুর সদর ইউনিয়নের ৫’শ হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাজিপুর সদর ইউনিয়নের ৫’শ হতদরিদ্রদের মাঝে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৩-মে) দুপুরে কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু।
এ সময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভজিৎ রায়, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম শামীম, ইউপি সচিব মাহবুব কবির তালুকদার। এ সময় আগতদের একটি করে মাস্ক উপহার দেন ইউপি চেয়ারম্যান।
কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান অর্থ বছরে গ্রামীণ দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে ত্রাণের এই টাকা পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউনিয়নে বিতরণ করা হবে।