কাজিপুর শুভগাছায় ১৩’বছরের কিশোরী ধর্ষণের শিকার ! ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের বয়রাবাড়ি গ্রামের দিনমজুর আবু সাঈদের ১৩’বছরের কিশোরী মেয়ে গত রবিবার (১৭- অক্টোবর) সন্ধ্যায় বকাটে মাদকাসক্ত হাকিম কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত হাকিম গান্ধাইল ইউনিয়নের বাওইখোলা গ্রামের ময়দানের পুত্র। ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা। এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
ভূক্তোভোগী কিশোরী জানায়, গত ১৭-অক্টোবর সন্ধ্যায় পাশ্ববর্তী মুদি দোকান থেকে ফেরার সময় বুড়ির বাড়ির সামনের রাস্তায় একা পেয়ে গতিরোধ করে মুখ চেপে ধরে জোরপূর্বক বুড়ির বাড়িতে নিয়ে লালসা চারিতার্থ করে ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় হাকিম। এসময় বাড়ির মালিক বুড়ি বাড়িতে থাকলেও ঘুমন্ত অবস্থায় ছিল।
ভুক্তভোগীর পরিবার জানায়, হাকিম স্থানীয় একাধিক মাদকাসক্ত প্রভাবশালীদেরকে আমাদের বাড়িতে পাঠিয়ে ঘটনা কাউকে জানালে বাড়িঘর গুড়িয়ে দিয়ে প্রাণে মেরে দেবে বলে শাসিয়ে গেছে। সে কারণে আমরা থানার অভিযোগ দায়ের করতে ভয়পাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানায়,অভিযুক্ত হাকিম এলাকায় মাদকসক্ত বকাটে হিসেবেই পরিচিত। এর আগেও হাকিম কয়েকটি মেয়ের সাথে এধরনের ঘটনা ঘটিয়েছে কিন্তু স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ার স্থানীয় মুরব্বিদের সহায়তায় সব’কটি ঘটনাই ধামাচাপা দিতে সক্ষম হয়েছে।
অভিযুক্ত হাকিম স্থানীয় দাদন ব্যবসায়ীদের ক্যাডার ও স্থানীয় মাদক কারবারি চক্রের সদস্য হওয়ার কেউ এর প্রতিবাদ করার সাহস পায়না।
এ বিষয় জানতে অভিযুক্ত হাকিমের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।