করোনা ভাইরাস প্রতিরোধে সিরাজগঞ্জে ব্র্যাকের কার্যক্রম অব্যাহত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
করোনা ভাইরাস প্রতিরোধে ব্র্যাক সিরাজগঞ্জের উদ্যোগে জনসাধারণের হাত ধোয়ার জন্য মহাসড়কের বিভিন্ন জায়গায় লোক সমাগম হয় এমন স্থানে ৫০টি বেসিনসহ পানির ড্রাম বসানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল-২০২০) সিরাজগঞ্জ সদরে এলজিডি মোড়ে বেসিনসহ ড্রাম বসানোর সময় উপস্থিত ছিলেন, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইসউদ্দিন, মাইক্রোফান্যান্স – দাবির আঞ্চলিক ব্যবস্হাপক আবুল কালাম আজাদ ও সত্যেন কুমার শর্মা, মানবসম্পদ বিভাগের ডেপুটি ম্যানেজার মোঃ ফরহাদ হোসেন, মাইগ্রেশনের আরএসসি ম্যানেজার মোঃ আব্দুল মাজেদ, সিরাজগঞ্জ সদর মাইক্রোফান্যান্স কর্মসুচির এলাকা ব্যবস্হাপক মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ আবুল হোসেন, উপজেলা হিসাব ব্যবস্হাপক লিটন কুমারসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মী। এছাড়া ব্র্যাকের প্রতিটি অফিসের সামনে হাতধোয়ার ব্যবস্থা, জেলায় ৪৮টি শাখা অফিসের মাধ্যমে ২৬ মার্চ থেকে মাইকিং চলমান, ব্র্যাকের প্রতিটি কর্মসূচী’র কর্মী, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা, স্কুল শিক্ষক, পল্লীসমাজ নেত্রী, প্যারা কাউন্সিলর দের মাধ্যমে লিফলেট, স্টিকার বিতরণ করা হয়।