করোনা আপডেট: নতুন করে আক্তান্ত ৩৪১ মারা গেছেন ১০ জন
আবির হোসাইন শাহিন, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪১ জন আর মারা গেছেন ১০ জন। সাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনের ব্রিফিং এ তথ্য জানানো হয়। মোট নমুনা নেয়া হয় আজকে আক্রান্তসহ মোট আক্রান্ত হল ১৫৭২ জন আর মোর মৃতের সংখ্যা গিয়ে দাড়াল ৬০ জন মোট নমুনা পরিক্ষা করা হয় ২০১৯ জনের।মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭ জন পুরুষ আর ৩ জন নারি। আর ঢাকার ৬ জন মারা যায় বাকি সবাই ঢাকার বাইরে।
উল্লেখ্য গত ৮ মাচ বাংলাদেশে প্রথম করোনা রোগি সনাক্ত হয় এবং করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যান ১৮ মাচ। সবাই বাড়িতে থাকুন নিজে ভালো থাকুন অপরকেও ভালো রাখুন
সিরাজগঞ্জ নিউজ২৪