এস. আই বাসে ডাকাতি, নারী নির্যাতন
রবিবার (৯ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরি বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করা হয়।
আহতরা হলেন, ড্রাইভার ফজলুল হক (৫৫) ও তার সহকালী কুদ্দুস। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর থেকে এস. আই এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৪-৮৮৮৮) পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোরে চান্দর এলাকায় পৌঁছায়। যাত্রীরা নেমে গেলে ভোর ৪টার দিকে ১০/১২ জন যুবক বাসে উঠে ড্রাইভার ও হেলপারকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এসময় তারা বাসটি চালিয়ে রাস্তা থেকে যাত্রী উঠায়। এভাবে চালাতে চালাতে বানিয়াজুরি বাসস্ট্যান্ড এলাকায় আসলে যাত্রীদের থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায় তারা।
এদিকে বাসের হেলপার আব্দুল কুদ্দুস জানান, তিনি চলন্ত বাসে ডাকাতরা এক নারীকে নির্যাতন করার চিৎকারে শব্দ শুনেছেন। পরে ভুক্তভোগীকে নিয়ে তার স্বামী চলে গেছে।
ঘিওর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হযরত আলী জানান, ডাকাতির ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।