চৌহালী/এনায়েতপুর

এনায়েতপুরে বালুবাহী ট্রাক চাপায় ষাটোর্ধ বৃদ্ধের মৃত্যু

মাসুদ রেজা, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী মন্ডল পাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় জহুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির নির্মম মৃত্যু হয়েছে।।

রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ের ১০ ঘটিকার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম উপজেলার খুকনী ইউনিয়নের জালাল প্রামানিকের ছেলে । স্থানীয়রা জানান, বালুবাহী ট্রাক বালু ফেলার সময় ট্রাকটি পিছনে দিকে নেওয়ায় লোকটি ট্রাকের নিচে চাপা পড়েন। এ সময় পার্শবর্তী লোকজন দেখে চিৎকার চেচামেচী করলে চালক ট্রাকটি বন্ধ করলেও ঘটনাস্থলে মারা যান জহুরুল।

এনায়েতপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বালুবাহী ট্রাকের চাপায় জহুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে । চালক ঘটনার পর পালিয়ে যায়। পলাতক ট্রাক ড্রাইভারকে এখনো আটক করতে পারিনি থানা পুলিশ।