এনায়েতপুরে বালু বোঝাই ট্রাকের চাপায় চলচ্চিত্র পরিচালক এম এম সরকারের ভাই আব্দুস সোবাহান নিহত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে বালু বোঝাই ট্রাকের চাপায় চলাচ্চিত্র পরিচালক এম এম সরকারের ভাই আব্দুস সোবহান সরকার (৬৮) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ২০১৯) সকালে চৌহালী উপজেলার এনায়েতপুর থানাধীন বেতিল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোবহান সরকার গোপালপুর গ্রামের মৃত হাজী জয়নাল আবেদিন সরকার ও চলচ্চিত্র নির্মাতা এম এম সরকারের ভাই।
এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন জানান, মঙ্গলবার সকালে যমুনার বালুমহাল থেকে বালু বোঝাই একটি ট্রাক গোপালপুরের দিকে যাচ্ছিল।পথে বেতিল মোড়ে একটি ভ্যানের সঙ্গে ওই ট্রাকের হালকা ধাক্কা লাগে। এতে চালক ক্ষিপ্ত হয়ে ট্রাক থেকে নেমে এসে ভ্যান চালককে ধরতে গেলে ট্রাকটি একাই গড়িয়ে পথচারী সোবহান সরকারকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এস আই মামুন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার দায়ের হয়েছে।