এনায়েতপুরে নদীতে পড়ে নিখোঁজ আরও ১জনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের এনায়তেপুর মাজার শরীফে জামালপুর হতে আসা নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ নিয়ে এঘটনায় ০৩জনের মরদেহ উদ্ধার করা হলো। নিখোঁজ রয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের মোনাকষা গ্রামের শরিফ এলাকায় মরদেহটি যমুনা নদী দিয়ে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।। মৃত শিশু ইয়াছিন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গায়ানপাড়া গ্রামের মিনটু মিয়ার ছেলে।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, মোনাকষা গ্রামের শরিফ মোড় এলাকায় যমুনা নদীতে ওই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এখনও নিখোঁজ রযেছে ০৪জন। তারা হলেন- (০১)জামালপুরের দেওয়ানগঞ্জের খুরমা গ্রামের তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন,( ০২) ওমর আলীর স্ত্রী সুফি বেগম (০৩) মিনটু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (০৪) ও আব্দুস সাত্তার
উল্লেখ্য, এনায়েতপুর খাজা ইউনুস আলীর দরবার শরীফের বাৎসরিক ওরস উপলক্ষে জামালপুরের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা বাঁশ নিয়ে মুরিদরা নৌকাযোগে আসছিলেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তাদের নৌকাটি এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় পৌঁছলে বেশ কয়েকজন মুরিদ বাঁশসহ পড়ে যায়। এ ঘটনায় মোট ৭জন নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ঝালিমন বেগম (৬০) ও ফুলজান বেগম (৫০) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করে। শুক্রবার দুপুরে শিশু ইয়াছিনের মরদেহ উদ্ধার হয়। এখনও ৪ জন নিখোঁজ রয়েছে।
নিখোঁজরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জের খুরমা গ্রামের তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফি বেগম (৫০), মিনটু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩০) ও আব্দুস সাত্তার (৬০)
উল্লেখ, সিরাজগঞ্জের এনায়তেপুর দরবার শরীফের ২০২২ সালের বাৎসরিক ওরস শরীফ উপলক্ষে জামালপুরের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহকৃত খেদমতের বাস নিয়ে দরবারে আসছিলেন জাকেরগন। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০মিনিটে এনায়েতপুর স্পারবাধ সংলগ্ন যমুনা নদীতে আসামাত্রই নৌকা থেকে বেশ কয়েকজন জাকের বাঁশসহ পড়ে যায়।
তখন অন্যান্যরা তীরে সাঁতরিয়ে উঠলেও নিখোঁজ হয় মোট সাতজন। পরে এলাকার লোকজন তাদের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করে। নিখোঁজ রয়ে যায় আরো ৫জন।
