এনায়েতপুর থানা আ’লীগের সভাপতি ডা.আব্দুল হাই আর নেই
চৌহালী প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ডা. আব্দুল হাই সরকার (৮৩) হৃদরোগে আক্রান্ত হয়ে ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে খামারগ্রাম নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)।
মৃত্যুকালে ৩ ছেল ও ২ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নামাযে জানাযা শেষে বেতিল কবরস্থানে দাফন করা হয়।
প্রবীণ রাজনৈতিক ডা. আবদুল হাই সরকার সদিয়া চাঁদুপুর ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান ছিলেন, বর্তমান তার ছেলে রাশিদুল ইসলাম সিরাজ ওই ইউনিয়নের চেয়ারম্যান। এছাড়া তিনি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, ও এনায়েতপুর থানা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। সবশষ ২৫ অক্টোবর কাউন্সিলের মধ্য দিয়ে তিনি এনায়েতপুর থানা আ’লীগের সভাপতি নির্বাচতি হন।
তার মৃত্যুতে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ জেলা, এনায়েতপুর থানা, চৌহালী, বেলকুচি উপজেলা আওয়ামীলীগ এবং চৌহালী ও এনায়েতপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।