এক শিক্ষিকা দিয়েই চলছে পাঠদান !
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের ২০ নম্বর চরছিন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষিকা দিয়ে পাঠদান চলছে। বিদ্যালয়টিতে ১৩৬ জন ছাত্রছাত্রী রয়েছে। চার শিক্ষকের স্থলে বর্তমানে মাত্র একজন সহকারী শিক্ষিকা বিদ্যালয়টিতে থাকায় লেখাপড়া নেই বললেই চলে। জানা যায়, বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষকের পদ রয়েছে। তার মধ্যে শিক্ষক নূরুল ইসলাম অবসর ও প্রধান শিক্ষক আব্দুস সোবাহান মৃত্যু বরণ করেছেন। অন্য সহকারী শিক্ষক আব্দুস সাত্তার প্রশিক্ষণে (পিটিআই) গেছেন। এর পর থেকে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদটিও শূন্য রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে দুইজন সহকারী শিক্ষক রয়েছেন। সরেজমিনে বিদ্যালয়টিতে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ পারভীন ছাত্রছাত্রীদের একা সামলে নেয়ার চেষ্টা করছেন। শাহনাজ পারভীর জানান, বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে মোট ১৩৬ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাইলে শিক্ষিকা শাহনাজ পারভীন বাধা দিয়ে বলেন, ছাত্রছাত্রীদের সাথে কথা বলার দরকার নেই। যা জানতে চান আমাকে বলুন। কয়েকজন এলাকাবাসী জানান, শিক্ষার গুণগতমান নিয়ন্ত্রণ তো দূরের কথা বিদ্যালয়টিতে শিক্ষকের অভাবে লেখাপড়াই হচ্ছে না।
ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে কিছুক্ষণ খেলাধুলা করে বিস্কুট নিয়ে চলে যায়। বদলি শিক্ষিকা ফাতেমা খাতুন মাঝে মধ্যে আসেন বলে তারা জানান। এলাকাবাসী আরো জানান, উপজেলা সদর থেকে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ২০-২২ কিলোমিটার হওয়ায় ও যোগাযোগ ব্যবস্থা তেমন সুবিধাজনক না হওয়ায় প্রশাসনিক তদারকিও নেই। এ ব্যাপারে চরছিন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাকিমের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আমজাদ হোসেনের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ওই বিদ্যালয়ে বিধিমোতাবেক ৪ জন শিক্ষক থাকার কথা।