উল্লাপাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চত করতে মা ও অভিভাবক সমাবেশ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে মা ও অভিভাবক সমাবেশ, বিদ্যালয় পর্যায়ে আইসিটি সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের মাঝে চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কীয় অবহিত করণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । বুধবার বেলা ১০ টা ও ১২ টায় উল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঝিকড়া বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুটিতে পৃথকভাবে ওই মা ও অভিভাবক সমাবেচের আয়োজন করেন । মা ও অভিভাবক সমাবেশের সভাপতি উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, ওই দুই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মমতাজ হাসান রিতু, মোঃ রুবেল হাসান, স্কুল দুটির প্রধান শিক্ষক এ টি এম আব্দুর রাজ্জাক, শ্রী চিত্ত রঞ্জন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজাউল করিম, অভিভাবক সদস্য ডাঃ মোঃ আব্দিল মতিন, মোছাঃ নাজনিন আক্তার, মোছাঃ ববি ইসলাম প্রমুখ ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া