উল্লাপাড়ায় বাড়ির টয়লেট থেকে হাসপাতাল কর্মীর লাশ উদ্ধার
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝুলন্ত অবস্থায় কামাল হোসেন(৫৩) নামের এক হাসপাতাল কর্মীর লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ । শুক্রবার রাত ৯ টার দিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়াশিকার আকন্দ পাড়া গ্রামের পরিত্যাক্ত বাড়ির ঘরের টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয় । কামাল হোসেন নরসিংদী জেলার রায়পুর থানার চরমথুরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ।
স্থানীয়রা জানায়, কামাল হোসেন প্রায় ১৭-১৮ বছর আগে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এসে ভারাবাসায় থেকে প্রথমে ভাঙ্গুরি ব্যবসা করলেও গত কয়েক বছর ধরে তিনি সিরাজগঞ্জ রোডের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে চাকরী করতেন এবং পরে পপুলার হাসপাতালে কর্মরত ছিলেন । সে গত কয়েক বছর যাবৎ হাটিকুমরুল গোলচত্বর এলাকার পাবনা মহাসড়কের পাশে চড়িয়া শিকার আকন্দ পাড়া গ্রামে একটি বাড়ি ক্রয় করে স্ত্রী-সন্তানদের নিয়ে স্থায়ী বসবাস করতেন । সে গত কয়েক মাস আগে বাড়িটি বিক্রি করেন এবং কয়েক সপ্তাহ আগে স্বপরিবারে এখান থেকে অন্যত্র চলে যায়। তবে বাড়ির নতুন মালিককে বাড়ি ও ঘর বুঝি না দিয়ে কামাল হোসেন এখনও ওই বাড়িতেই মাঝে মধ্যে এসে রাতে থাকতেন।
শুক্রবার রাতে বাড়ির গেট খোলা দেখে বাড়ির নতুন মালিক ও গ্রামবাসী বাড়ির ভিতর ঢুকে টয়লেটের ভিতর কামালের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায় ।
চড়িয়া শিকার আকন্দ পাড়া গ্রামের মোঃ মিজানুর রহমান বিএসসি জানান কামাল হোসেন স্থানিও বেসরকারি সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল ও পরে পপুলার হাসপাতালে মার্কেটিং এ কর্মরত ছিলো । কিছুদিন আগে চাকরি ছেরে দিয়েছেন । যতদুর জানি দীর্ঘ দিন ধরে কামালের পারিবারিক গোলোযোগ চলছিলো । শুক্রবার রাত ৯ টার দিকে বাড়ির গেট খোলা দেখে বাড়ির নতুন মালিক ও গ্রামবাসী বাড়ির ভিতর ঢুকে টয়লেটে কামালের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় । ঘটনা স্থলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শনিবার লাশটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১২/০২/২০২২