উল্লাপাড়ায় বানভাসিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যান্ত অঞ্চলের বানভাসি অসহায় দুঃস্থ পরিবারদের মাঝে খাদ্য সহায়তা দেয়ার জন্য রবিবার বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব তানভীর ইমাম উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাঘমাড়া বি এস এন্ড কলেজ মাঠে যান । সেখানে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্যসামগ্রী উধুনিয়া ইউনিয়নের বানভাসি ২শ ৫০ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
এর আগে বাঘমারা বি,এস,স্কুল এন্ড কলেজ মাঠ চত্ত্বরে উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভার আয়োজন করা হয় ।
উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম বাচ্চু এর সভাপতিত্ব বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, জেলা পরিষদের সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ প্রমুখ ।
