উল্লাপাড়ায় বজ্রপাতে একই পরিবারের ৫ কৃষক সহ ৯ জন নিহত
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে একই পরিবারের ৫ কৃষক সহ ৯ জন নিহত হয়েছে । ঘটনা স্থলে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে । জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানানা যায় নিহত প্রত্যেকের জন্য জেলা প্রশাসক ২৫ হাজার টাকা করে অনুদান দেবেন ।
স্থানিয় এমপি তানভীর ইমাম শিপপুর ও মাটিকোরা গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের লোকদের শান্তনা দেন এবং এ সময় তিনি নিহতদের পরিবারকে আর্থিক সহযোগীতা করেন ।
বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া পৌর এলাকার শীপপুর গ্রামের শমসের আলী তার পরিবারের ৬ সদস্য নিয়ে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া দক্ষিণ পাড়া গ্রামের পাশের মাঠে ধানের চারা তুলতে যায় । এ সময় মেঘ উঠে আসলে তারা পাশে একটি শ্যালো ঘরে আশ্রয় নেয় । ওই ঘরের উপর বজ্রপাত পড়ে ।
এ বজ্রপাতে ঘটনাস্থলে মহিলাসহ ৮ ব্যক্তি নিহত এবং অপর আরও ৫ জন আহত হয়েছেন। নিতরা ও আহতরা সবাই কৃষক । নিহতরা হলো উল্লাপাড়া পৌর এলাকার শিপপুর গ্রামের মোবাখর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শাহিন আলী (২১) এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০) , শাহ আলম (৪২), রিতু খাতুন (১৪),আওলিয়া(৫)। আহতদেরকে উল্লাপাড়া ৩০শয্যা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, নিহত ও আহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা ধানের চারা উত্তোলন ও জমিতে বপন করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। সবাই মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো ঘরে গিয়ে ওঠেন। এসময় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। উল্লাপাড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মোঃ জালাল উদ্দিন জানান ঘটনার স্বল থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ ০৮/০৯/২০২২