উল্লাপাড়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনে মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রসাশনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা চত্ত্বর হতে আনন্দ শোভা যাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয় ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি আকবর আলী কলেজের অধ্যাক্ষ আহছাবুল হক, প্রথমি শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, এইচ টি ইমাম ডিগ্রি কলেজর অধ্যক্ষ আবু জাফর, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ ।
জাতীয় শিক্ষক দিবস এর আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আলী মন্টু।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৭/১০/২০২২