উল্লাপাড়ায় জাকজমকপূর্ণ তানভীর ইমাম নৌকা বাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহকুলা গোহালা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তানভীর ইমাম নৌকা বাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার দহকুলা নবীন ভাস্কর যুব সংঘ এই প্রতিযোগিতার আয়োজন করেন। স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করে
তিনি বলেন বর্ষা মৌসুম এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা শুরু হয় । এই সময় গ্রামের মানুষদের খুব একটা কাজ না থাকায় তারা এই নৌকা বাইচ প্রতিযোগীতা আনন্দেরর সাথে উপভোগ করে । তাদের সাথে আমরাও এ আনন্দ উপভোগ করে থাকি । এরই ধারা বাহিকতায় উপজেলার মোহমপুর ইউনিয়নের দহকুলা নবীন ভাস্কর যুব সংঘ দহকুলা গোহালা নদীতে তানভীর ইমাম নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করেছে ।
রবিবার বিকেল ৫ টায় এই ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগীতা শুরু হয় । এই ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার দত্তখারুয়া গ্রামের -নাসির এক্সপ্রেস ও চাকসা গ্রামের করম আলী এক্সপ্রেস ।
এ সময় নদীর দু-পাড়ে দর্শক পরিপূর্ণ জাকজমক ও উত্তেজনাপূর্ণ নৌকা বাইচ প্রতিযোগীতায় নাসির এক্সপ্রেস, করম আলী এক্সপ্রেসকে হারিয়ে বিজয়ের মুকুট তুলে নেয় ।
সন্ধ্যা ৭ টায় সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বিজয়ী নাসির এক্সপ্রের মালিকের হাতে প্রতিযোগীতার প্রথম পুরুস্কার হুন্ডার চাবি তুলে দেন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মক্কা, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ, বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির লিটন ও আব্দুল আজিজ মাষ্টার প্রমুখ।
