উল্লাপাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসুচির মধ্যদিয়ে পালিত
উল্লাপাড়া প্রতিনিধি ঃ
গৌরব ঐতিহ্য ও সংগ্রামের মধ্যদিয়ে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শান্তির পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসুচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
দিনব্যাপী কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ১১ টায় পৌর শহরে এক বর্ণাঢ়্য শোভাযাত্রা বের করে উপজেলা ছাত্রলীগ। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আ’লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ ও সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার। আলোচনা সভা শেষে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭৪ পাউন্ড কেক কর্তন করে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ। বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
০৪/ ০১/ ২০২২ ইং।