উল্লাপাড়ায় গ্রাম ডাক্তারদের চিকিৎসার মানোন্নয়নে প্রশিক্ষন শেষে সনদ বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়ায় গ্রাম ডাক্তারদের চিকিৎসা সেবার মানোন্নয়নে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে (রিফ্রেসার্স কোর্স) ২১ দিন প্রশিক্ষন শেষে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও সনদ বিতরণ করেন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আতাউর গণি ওসমানী, আরএমও ডাঃ নাসির উদ্দীন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রেদীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গ্রাম ডাক্তার মো,সজীব রায়হান, উল্লাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার মোঃ আমিনুল ইসলাম ফারুক, প্রচার-প্রকাশনা সম্পাদক গ্রাম ডাক্তার মোঃ আছলাম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বিসিএস ডাক্তার কর্তৃক ২১ দিন প্রশিক্ষন শেষে ৬০ জন গ্রাম ডাক্তারদের মাঝে সনদ বিতরণ করা হয়।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৭/০৯/২০২২