উল্লাপাড়ায় গরমের তীব্রতায় ডায়রিয়া-জ্বরসহ গত ২৪ ঘন্টায় ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকেঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রচণ্ড গরম আর তীব্র রোদের তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ঘর থেকে বাইরে বের হলেই গরম বাতাস শরীরে লাগছে আগুনের ফুলকির মতো । রোদের তাপদাহে রাস্তা দিয়ে চলাফেরা করা কষ্ট হয়ে পড়েছে । ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। শিশু ও বৃদ্ধরা গরমে সবচেয়ে বেশি কাবু হয়ে পড়েছে । গরমের তীব্রতায় বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষ ।
প্রচন্ড গরম ও তাপদাহে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট, কাশী ও নিমুনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৬ জন রোগী উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছে । আরো ৭০ জন রোগী আউটডোরে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে । ভর্তি রোগীরা হলো-উল্লাপাড়া পৌর এলাকার আদর্শগ্রামের চাঁন মিয়ার ছেলে আরিয়ান(৩ মাস), ঝিকড়া গ্রামের হিরোর স্ত্রী নাসিমা খাতুন(২৪), কাওয়াক গ্রামের আমজাদ হোসেনের ছেলে রিপন(২৪), সিংহগাঁতী গ্রামের মৃত রতনের ছেলে কানাই(৩৫), কাওয়াক গ্রামের নুরুল হক এর স্ত্রী স্বপ্ন(২৬), উল্লাপাড়া সদর ইউনিয়নের বাখুয়া গ্রামের শামিমের স্ত্রী পূর্ণিমা(২০), মৃত মাহমুদ আলীর ছেলে মতিয়ার রহমান(১১), রামকন্দীপুর গ্রামের ছানোয়ারের স্ত্রী খুকুমনি(৩২), মোঃ খলিলের ছেলে রানা হোসেন(২২), খালিয়াপাড়া গ্রামের ইব্রাহিম প্রাং এর ছেলে শহিদুল ইসলাম(৪৮), উপজেলার মোহনপুর ইউনিয়নের চাকশা গ্রামের হাসান আলীর ছেলে তালহা(২ মাস), উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভদ্রকোল গ্রামের আব্দুল বারিক এর ছেলে তোজাম উদ্দিন(৩৫), উপজেলার দূর্গানগর ইউনিয়নের আলমনগর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (২৫), ও উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের আব্দুস সামাদ (৫৫) ।
কর্মজীবী মানুষেরা বাইরে কাজে বের হলেই অতিরিক্ত গরম ও তাপদাহে ক্লান্ত হয়ে পড়ছেন । বিশেষ করে চলতি বোরো ধান মৌসুমে কৃষকের প্রধান ফসল বোর ধান কাটা শুরু হয়েছে । এই গরমে ধান কাটা শ্রমিকেরা বেশী অস্তির হয়ে পড়ছে। ক্লান্তি দূর করতে কেউ পান করছেন ডাবের পানি, কেউবা খাচ্ছেন শসা, ক্ষীরা, স্যালাইনের পানি ইত্যাদি। তারপরও স্বস্তি মিলছে না। একটু স্বস্তির জন্য গাছের ছায়ায় গিয়ে বসে আরাম করছেন মাঠে খেটে খাওয়া মানুষগুলো। বৃষ্টি না হওয়ায় গত কয়েকদিন ধরে উল্লাপাড়ায় রোদের তাপদাহ বেড়েই চলেছে । আর এই গরমের তীব্রতায় বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষ ।
উপজেলার গাড়লগাঁতী গ্রামের ভ্যান চালক কালু মিয়া জানান,প্রচন্ড গরমে কাজ করা খুবই কষ্ট হয়ে পড়েছে । প্রচন্ড গরম ও রোদের মধ্যে গাড়িতে করে যাত্রী নিয়ে যাওয়ার সময় প্রচন্ড গরম আর রোদে শরীর দিয়ে ঘাম ঝড়ে। যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌছে দিয়ে একটু ঠান্ডা আবহওয়ার জন্য গাছের নীচে গিয়ে বসে থাকি একটু শান্তির আশায় ।
এ বিষয়ে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ হোসেন তালুকদার বলেন, তীব্র গরমে ডায়রিয়া,জ্বর, কাশি ও শ্বাসকষ্ট সহ গত ২৪ ঘন্টায় ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে । আউটডোরে প্রায় ৭০ জন রোগী চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে । তবে এই গরমে সকলে তরল জাতীয় খাদ্য এবং মৌসুমি ফল খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান প্রচন্ড গরম ও রোদের তাপদাহে হাসপাতালে রোগী ভর্তি হওয়া শুরু করেছে । তবে হাসপাতালের ডাক্তার-নার্সদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে ।