উল্লাপাড়া ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় – ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে – ২০১৯-২০ অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র (এডিপি/রাজস্ব উন্নয়ন)’র আওতায় উপজেলার ১৪ ইউনিয়নের ২১ জন গ্রাম পুলিশ ও দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ শিক্ষার্থীর মাঝে সর্বমোট ২৩ টি বাইসাইকেল বিতরন করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা চত্বরে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহম্মেদ।
বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়াম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
