উল্লাপাড়া মডেল থানার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক পথসভা ও র্যালি
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার;
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার উল্লাপাড়া মডেল থানা পুলিশের উদ্যোগে সকাল দশটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক পৌর শহরের মোড়ে মোড়ে পথসভা ও র্যালী করেছে । পথসভা ও র্যালিতে নেতৃত্ব দেন উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহম্মেদ। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেয়। এ অনুষ্ঠান থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আশপাশের জোর -জঙ্গল পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালানোর আহবান জানানো হয়।