উল্লাপাড়া-ঢালারচর রেল লাইন নির্মান কাজের অনুমোদন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
পাবনার আমিনপুরের ঢালারচর হতে কাশিনাথপুর, বেড়া,সাথিয়া শাহজাদপুর হয়ে উল্লাপাড়া রেল ষ্টেশন পর্যন্ত রেল লাইন নির্মান কাজের মন্ত্রনালয়ে অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।
পাবনা জেলার আমিনপুর থানার ঢালারচর হতে শাহজাদপুর এর মধ্যে দিয়ে উল্লাপাড়া পর্যন্ত রেল স্টেশনের সংযোগ স্থাপন মন্ত্রণালয়ে পাশ হলো। রেল লাইনটি নির্মান হলে যোগাযোগ ব্যবস্হায় আমুল পরিবর্তন সাধিত হবে।
উল্লেখ্য, ইতিপূর্বে ঈশ্বর্দীর মুলাডুলি হয়ে পাবনা শহরের পাশ দিয়ে ঢালারচর পর্যন্ত রেল লাইন নির্মান হয়েছে।
