উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকায় অপারেশন হয় না

 

 

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকেঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সরকারীভাবে দুটি চিকিৎসালয় রয়েছে । একটি ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অপরটি উল্লাপাড়া সদর ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতাল । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়ায়, অপরটি উপজেলা শহর সংলগ্ন কাওয়াক (বিশ্বরোড সংলগ্ন) । উপজেলার জন সংখ্যা ও রোগীর চাপ বিবেচনায় এবং শহর থেকে দুরে স্বাস্ব্য কমপ্লেক্স হওয়ায় রোগীর চিকিৎসা সেবা দ্রুত দেওয়ার জন্য ২০০০ সালের ২৫ জানুয়ারী উল্লাপাড়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু করা হয় ।

ওই দুটি চিকিৎসালয়ে অপারেশন থিয়েটার থাকলেও বিশেষজ্ঞ ডাক্তার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকায় সেখানে অপারেশন করা হয় না । শুরুতে ৩১ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল দুটি যে জনবল নিয়ে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছিলো, ২০১৫ সালের ২ এপ্রিল ৫০ শয্যায় ও ২০০৭ সালের ২৬ ডিসেম্বর ৩০ শয্যায় উন্নয়ন হয়েও ওই পুরোনো জনবল নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা সেবা ।

উপজেলায় প্রায় ৬ লাখ ৭৫ হাজার জনগনের চিকিৎসা প্রদানের জন্য স্বাস্থ্য সেবায় চিকিৎসালয় দু’টিতে লোকবল সংকট রয়েছে । চিকিৎসক, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল সংকটে স্বাস্থ্য সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, আবাসিক মেডিকেল অফিসার, মেডিসিন বিশেষজ্ঞ, গাইনী ও সার্জারী সার্জন সহ ১৫ জন ডাক্তারের পদ রয়েছে । এদের মধ্যে মেডিসিন বিশেষজ্ঞ ও গাইনী সার্জন পদ থাকলেও দীর্ঘদিন ধরে পদ দুটো শুণ্য রয়েছে । তৃতীয় শ্রেণির কর্মচারী -১৪৯ পদের মধ্যে -১০৮ জন কর্মরত রয়েছেন । নার্সের -৩৮ টি পদের মধ্যে -৩৭ জন কর্মরত রয়েছেন, অফিস সহকারী ৮ জন কর্মরত ও চতুর্থ শ্রেণির ১৫ টি পদের মধ্যে ১১ জন কর্মরত রয়েছেন । তৃতীয়, চতুর্থ ও নার্স সহ মোট ২১০টি পদের মধ্যে ৫৪ পদ শুন্য রয়েছে । এই বিপুল পরিমাণ কর্মকর্তা -কর্মচারী সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে ।
চিকিৎসার পুর্ব শর্ত স্বাস্থ্য সন্মত পরিস্কার পরিছ্ছন্নতা এবং পরিচ্ছন্ন পরিবেশ অথচ এই হাসপাতালটি পরিচ্ছন্নতাকর্মী বা সুইপার পদ রয়েছে-৫ টি । ৫ টির মধ্যে ২ টি পদ শুন্য রয়েছে দীর্ঘদিন ধরে । ৫ জনের কাজ করতে হচ্ছে ৩ জনের। ৫ জনের কাজ ৩ জনে করায় এদেরও কাজের প্রতি মনোযোগ তেমনএকটা নেই। ফলে হাসপাতালটিতে স্বাস্থ্য সন্মত পরিবেশের অভাব রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে চিকিৎসা নিতে আসা আনোয়ার বেগম ও আব্দুল গনি জানান ডাক্তার চিকিৎসা সেবা দিচ্ছে কিন্তু দু’একটি ছাড়া প্রয়োজনীয় ঔষধ বাইর থেকে ক্রয় করতে হয় । স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার থাকলেও অপারেশন হয় না । গাইনী বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় গর্ভবতীকে সিজারিয়ান অপারেশন করা হয় না । যে কারণে দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসার জন্য প্রাইভেট ক্লিনিকগুলোর দ্বারস্থ হতে হয় । এতে অনেক টাকা গুন্তে হয় । হতে হয় নানা হয়রানির শিকার। ভুক্তভোগী মোঃ শামসুল আলম এবং মোঃ আবু মোতালিব জানান হাসপাতালটিতে দ্রুত মেডিসিন বিশেষজ্ঞ এবং গাইনী বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দেয়া প্রয়োজন। এছারাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের ফেলা আর্বজনা ও হাসপাতালের বর্জ্য পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা করা হয় না ।
অপর দিকে উল্লাপাড়া সদর ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি সবচেয়ে বেশী অবহেলিত । ২০ শয্যার জনবল দ্বারাই ৩০ শয্যা পরিচালনা করা হচ্ছে । এ হাসপাতালে জনবল সংকটে ধুকে ধুকে চলছে । হাসপাতালের জনবল ও অবকাঠামো বাড়ানো অত্যান্ত জরুরী । হাসপাতালটি মাঝে মধ্যেই ঔষধ সংকটে পরে । হাসপাতালটিতে ১ জন আবাসিক মেডিকেল অফিসার ও ৩ জন মেডিকেল অফিসারের পদ রয়েছে । হাসপাতালটির শুরু থেকেই আবাসিক মেডিকেল অফিসার এর পদটি শুন্য রয়েছে । অপারেশন থিয়েটার থাকলেও গাইনী সার্জন, সার্জারী সার্জন, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এর পদ নেই এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জনবল নেই । নেই কোনো স্টোর কিপার, ক্যাশিয়ার ও জুনিয়ার মেকানিক এর পদ । জেনারেটর থাকলেও তা স্থাপন না করায় বিদ্যুৎ চলে গেলে রোগীদের অন্ধকারে থাকতে হয় ।
এ ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে সিনিয়র স্টাফ নার্স পদ-১১টি, তৃতীয় শ্রেণির- ৫ জন ও চতুর্থ শ্রেণির-১৪ জন কর্মচারী রয়েছে । এদের মধ্যে ২ জন নার্স ও ১ জন নিরাপত্তা প্রহরীর পদ শুন্য রয়েছে দীর্ঘদিন ধরে ।
হাসপাতালে সবচেয়ে রোগীদের জন্য গুরুত্বপূর্ণ এক্স-রে মেশিন, তা নেই । একটি পুড়াতন এ্যাম্বুলেন্স দিয়ে ধুকে ধুকে জরুরী রোগী পরিবহন করে । বহির্বিভাগে প্রতিদিন দুই থেকে আড়াই’শ রোগীকে চিকিৎসা দেওয়া হয় । এক জন মেডিকেল অফিসার এর পক্ষে এতো রোগী চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পরে । অপর দু’জন ডাক্তারকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় । এ হাসপাতালে ভর্তি রোগীর চাপ অনেক বেশী হওয়ায় ৩০ শয্যা কখনো খালি থাকে না । হাসপাতালটি পরিস্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে ।
উল্লাপাড়া সদর ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফিরোজ হোসেন তালুকদার জানান হাসপাতালের জনবল ও অবকাঠামো উন্নয়ন জরুরি পুরোনো জনবল নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ করতে হচ্ছে । ৩০ শয্যা হাসপাতাল ৩ জন মেডিকেল অফিসার দিয়ে চালানো কঠিন । রোগীর চাপ অনেক । প্রতিদিন দেড় থেকে ২ শ রোগী বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয় । অপারেশন থিয়েটার আছে, ডাক্তার নেই, এক্স-রে মেসিন নেই । জেনারেটরের ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ চলেগেলে অন্ধকারে থাকতে হয় । হাসপাতাল সব সময় পরিস্কার পরিচ্ছন্নই রাখা হয় ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আতাউল গনি ওসমানী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নত হলেও আগের জনবল দিয়েই চিকিৎসা সেবা কার্যক্রম চলছে । এতে সাময়িক সমস্যা হয়, তার পরও সমস্যাগুলো সমাধান করতে হচ্ছে । জনবল বৃদ্ধির জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে চাওয়া হয়েছে । তিনি জানান মেডিসিন বিশেষজ্ঞ ও গাইনী বিশেষজ্

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আতাউল গনি ওসমানী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নত হলেও আগের জনবল দিয়েই চিকিৎসা সেবা কার্যক্রম চলছে । এতে সাময়িক সমস্যা হয়, তার পরও সমস্যাগুলো সমাধান করতে হচ্ছে । জনবল বৃদ্ধির জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে চাওয়া হয়েছে । তিনি জানান মেডিসিন বিশেষজ্ঞ ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের পদ শুন্য রয়েছে । অপারেশন থিয়েটার থাকলেও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার, প্রয়োজনীয় যন্ত্রাংশ ও লোকোবল না থাকায় অপারেশন করা হয় না । তিনি আরো জানান
প্রতিদিন অন্তঃবিভাগে নানা রোগে আক্রান্ত রোগী ভর্তি থাকেন । এখানে কোনো বেড খালি থাকে না । এই শীতে ঠান্ডা, নিমনিয়া, কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগীর সংখ্যা বেশী দেখা যাচ্ছে। বর্হিবিভাগে গড়ে প্রতিদিন দু’শ থেকে তিনশ’জন রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এদের ফেলা নানা দ্রব্য আর্বজনা ও হাসপাতালের বর্জ্য পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা করা অনেক সময় জনবল সংকটে সম্ভব হয়ে উঠে না। তবে নতুন যোদান করেছি সব ঠিক হয়ে যাবে । কমপ্লেক্সে রোগীর চাপ অনেক, এ পরিমান রোগীকে মেডিকেল অফিসারদের পক্ষে সেবা প্রানকরা কষ্টসাধ্য হয়ে পড়ে। যে কারণে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদধারী ডিপ্লোমা চিকিৎসক সহায়তা নিয়ে বর্হিবিভাগ সামাল দিতে হয়।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০১
১৩/০২/২০২২

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.