উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম করোনা আক্রান্ত
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-০৪ আসনের (উল্লাপাড়া) জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি ঢাকায় তার নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ. টি. ইমামের ছেলে তানভীর ইমাম ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নিবার্চনে ২য় বার এই আসনের এমপি নিবার্চিত হন।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, তানভীর ইমাম কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। বর্তমানে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। গোলাম মোস্তফা তানভীর ইমামের রোগমুক্তির জন্য উল্লাপাড়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।