উল্লাপাড়ার চৈত্রহাটিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১, আহত ২০
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চৈত্রহাটি মন্দিরের দেবোত্তোর সম্পত্তির পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে একজন নিহত ও উভয়পক্ষে নারীসহ অন্তত ২০ আহত হয়েছে। সোমবার ভোরে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটিতে এ সংঘর্ষ ঘটে ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ। নিহত কোরবান আলী (৪০) চৈত্রহাটি গ্রামের ছোরমান আলীর ছেলে। আহতদের মধ্যে চৈত্রহাটি গ্রামের আদিবাসি তাপস, আকাশ, শ্রী নরেন, ওয়াসিম, স্বদিব, নিরঞ্জন, শ্রী কমলেস, দশরত, জিতেন, পরিতোষ, পরিমল, সবিতা রাণী, চায়না খাতুন এবং অপরপক্ষের দেলবার, খোরশেদ, আমিরুল, হাসান, সবুজকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ও বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড এম তাজুল হুদা জানান স্থানীয় দেলোয়ার হোসেন তার লোকজন নিয়ে চৈত্রহাটি শ্রী শ্রী জগদিশ্বরী মাতা মন্দিরের পুকুরে মাছ ধরতে গেলে আদিবাসীরা তাতে বাধা দেয় । এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় । তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহত একজন বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আহত আদিবাসী তাপস মুড়ারী জানান, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাব হোসেনের নেতৃত্বে দেলোয়ার গংরা মন্দিরের পুকুরে জোর করে মাছ ধরতে আসলে বাধা দেয়ায় তারা আমাদের উপর হামলা চালিয়েছে। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন জানান, মাছ ধরাকে কেন্দ্র করে দুথপক্ষের সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে আহত কোরবান আলীকে আশংকাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।