উল্লাপাড়ার আ`লীগ নেতা এ্যাড. মারুফ বিন হাবিবের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
উল্লাপাড়া প্রতিনিধি ঃ
বৃহস্পতিবার নব্বইয়ের গণ-আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সফল পৌর মেয়র, সরকারী আকবর আলী কলেজ ছাত্র সংসদের বারবার নির্বাচিত ভিপি ও জিএস। গণ মানুষের প্রিয় নেতা সকল সম্প্রদায়ের প্রিয় মুখ এ্যাড. মারুফ বিন হাবিব এর ৩য় মৃত্যু বার্ষিকী উপজেলা আওয়ামিলীগ পৃথক পৃথকভাবে পালন করেছেন ।
তার মৃত বার্ষিকী উপলক্ষে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতা-কর্মীরা সকাল সাড়ে দশটায় শহরে নেতা কর্মীদের অংশগ্রহণে শোক র্যালী এবং মরহুমের কবর জেয়ারত ও পুম্পস্তবক অর্পণ করে । এছাড়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, কোরআন তেলোয়াত, কুলখানী,দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আওয়ামী লীগের দলীও কার্যালয়ে দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, অধ্যাপক ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, মনিরুজ্জামান পান্ন ও আরিফ বিন হাবিব।
অপরদিকে উপজেলা আওয়ামিলীগের অপর অংশ এ্যাড, মারুফ বিন হাবিব এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত, কালো ব্যাচ ধারণ, কুলখানী, দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেন। এ অনুষ্ঠানে পৌর শহরের তেঁতুলতলা মোরে দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েতুল আহমেদ এলান, নবী নেওয়াজ খান বীনু ও ইউপি চেয়ারম্যান প্রকৌশালী শওকাত ওসমান।
এ্যাড. মারুফ বিন হাবিব ২০২০ সালের ২৬ জানুয়ারির এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি ১৯৬৬ সালের ৩১ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া গ্রামে তালুকদার পরিবারে জন্ম গ্রহন করেন ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৬/০১/২০২৩