উল্লাপাড়ায় হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
উল্লাপাড়া প্রতিনিধি ঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার রাতে হেরোনিসহ রাসেল (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। সে উপজেলার নতুন চাঁদপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। উল্লাপাড়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম জানান, রাসেলকে ৩ গ্রাম হেরোইন সহ নয়ানগাঁতী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।