উল্লাপাড়ায় হাটে গিয়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করলেন ইউএনও
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার প্রত্যন্ত গ্রামের হাট গয়হাট্টায় সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয় শুরু করা হয়। উপজেলা সরকারি ধান ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে ক্রয় কমিটির সদস্যগণ প্রথম দিন এই হাটে ১০৪০ টাকা মন দরে মোট ৬০ জন কৃষকের নিকট থেকে ১২৫০ মন ধান ক্রয় করেছেন। কৃষকদের স্বার্থ সংরক্ষণে সরকারি ধান ক্রয় কেন্দ্রের গ্রামের হাটে গিয়ে ধান ক্রয় কার্যক্রম বলতে গেলে এবারই প্রথম। সরকারি ধান ক্রয় কার্যক্রমে আরো অংশ নিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া ও পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন হোসেন। গয়হাট্টা হাটে ধান বিক্রি করতে আসা কৃষক আব্দুল কুদ্দুসম, আব্দুল মান্নান ও জালাল উদ্দিন জানান, ক’দিন আগেও তারা এই হাটে ধান ব্যবসায়ী ও ফড়িয়াদের নিকট ৫২০ থেকে ৫৫০ টাকা মন দরে ধান বিক্রি করেছেন। কিন্তু আজ মঙ্গলবার সরকারি ক্রয় কেন্দ্রের কাছে তারা ১০৪০ টাকা মন দরে ধান বিক্রি করেছেন। আর এতে এসব কৃষক বেশ খুশি। বাড়ির পাশে ন্যায্য মূল্য পাবার এমন সুযোগ এর আগে তারা কখনো পাননি বলে জানান । উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, মধ্যসত্ত্বভোগী ও ব্যবসায়ীদের হয়রানির হাত থেকে কৃষকদেরকে রক্ষা এবং তাদের উৎপাদিত ধানের প্রকৃত মূল্য প্রদান নিশ্চিত করার লক্ষ্যেই এ বছর প্রথমবারের মত সরকারি ক্রয় কেন্দ্র থেকে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামের হাটে গিয়ে ধান ক্রয় শুরু করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা আরো জানান, প্রয়োজনে তারা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান ক্রয় করবেন। চলতি সপ্তাহে সলপ ও পঞ্চক্রোশী ইউনিয়নের বিভিন্ন হাটে ধান ক্রয়ের কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, গত রোববার উল্লাপাড়ায় চলতি বোরো মৌসুমে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ামুল হক জানান, এ বছর এখানে ১ হাজার ২৭ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারিত করা হয়েছে ।