উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়করে রফিকুল ইসলাম খান
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৪( উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জামায়াতে ইসলামির মনোনীত এমপি প্রার্থী মওলানা রফিকুল ইসলাম খান নির্বাচনকে সামনে রেখে উল্লাপাড়া-সলঙ্গার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলার মেজবান রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা করেন ।
মওলানা রফিকুল ইসলাম খান বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তার অবস্থান, পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরতেই আজকের এ মতবিনিময় সভার আয়োজন করেন ।
এ মতবিনিময় সভায় তিনি বলেন, “উল্লাপাড়ার মানুষ শান্তি, উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি চায়। আমি এই এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে চাই। বিশেষ করে শিক্ষা, কৃষক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ, কর্মসংস্থান ও যুবশক্তির উন্নয়নকে আমি সর্বোচ্চ গুরুত্ব দেবন ।
তিনি আরও বলেন, সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া-সলঙ্গা) আসন বহুদিন ধরে অবহেলিত। স্থানীয় জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী টেকসই উন্নয়ন নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় সহ এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি নির্বাচনী পরিবেশ, গণতান্ত্রিক অধিকার, ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে কথা বলেন।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মওলানা রফিকুল ইসলাম খান বলেন, সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ।
এ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ শাহজাহান আলী, সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বারি প্রমুখ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০১৭৮৪৪৫১৬১৬
০৬/১২/২০২৫
