উল্লাপাড়ায় সহকারি অধ্যাপক শামিম হাসানক সংবর্ধনা
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারি অধ্যাপক শামিম হাসান মালয়েশিয়া নটিংহাম ইউনিভার্সিটি থেকে এম এ এন এডুকেশন ডিগ্রী অর্জনে তার বন্ধু মহল শনিবার সন্ধ্যায় উল্লাপাড়ার ফুড পার্ক হোটেলে পৌর মেয়র এস এম নজরুল ইসলাম এর আয়োজনে গন সংবর্ধনা দেয়া হয় ।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উল্লাপাড় সরকারি আকবর আলী কলেজের প্রফেসার এস এম ওহিদুদজামান, প্রফেসার আসহাদুল হক, সহকারি অধ্যাপক শামিম হাসান, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ নাহিদ হাসান খান, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ । সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুব আলী মন্টু ।