উল্লাপাড়ায় শ্বাসকষ্ট ও সর্দিকাশি-জ্বর নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ১ জন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে শ্বাসকষ্ট ও সর্দিকাশি-জ্বর নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে মোছাঃ ববিতা খাতুন নামের এক মহিলা । সে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আল-আমিনের স্ত্রী ।
রবিবার দিবাগত রাতে তার নিজ বাসভবন উপজেলার বাভোন ঘিয়ালা গ্রামের বাডিতে শ্বাসকষ্ট ও সর্দিকাশি-জ্বর শুরু হয় । করোনার উপসর্গ ভেবে সোমবার সকালে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাকে আইসোলশন ওয়ার্ডে স্থানান্তর করা হয় । ববিতার শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলোজি বিভাগে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এ ঘটনায় বাভোন ঘিয়ালা গ্রামের মানুষের মাঝে আতংক বিরাজ করছে । ওই বাড়িকে এখনো লক ডাউন করা হয়নি ।
ভর্তির বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান শ্বাসকষ্ট ও অতিরিক্ত জ্বর ববিতার শরীরে থাকায় তাকে আইসোলেশন ভর্তি করা হয়েছে । তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । পরীক্ষার রিপোর্ট আসার পর বুঝা জাবে তার অবস্থা । ববিতা বর্তমানে সুস্থ আছে।