উল্লাপাড়ায় শৈত্যপ্রবাহে জনজীবন স্ববির,ঠান্ড-কাশি রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহে কুয়াশায় আচ্ছন্য রয়েছে । জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতজনিত রোগে ৫ জন বৃদ্ধ ও ৩ জন শিশু আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে এবং গত তিন দিনে প্রায় ১৫০ জন রোগী আউটডোরে চিকিৎসা নিয়েছেন ।
শীত মোকাবিলায় স্থানীয় প্রশাসন শীতার্তদের মাঝে সরকারিভাবে প্রায় সাড়ে ৪ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । আরো ৩ হাজার বিতরন করা হবে । তবে বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে । উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায় উপজেলার দুটি সরকারি হাসপাতালে গত তিন দিনে ডায়রিয়া, নিমনিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগে ০৮ জন রোগী ভর্তি হয়েছে এবং আউটডোরে প্রায় ১৫০ জন রোগী চিকিৎসা নিয়ে চলে গেছে । ভর্তি রোগীদের মধ্যে উল্লাপাড়া উপজলা ২০ শয্যা হাসপাতালে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন উপজেলার রামকান্দিপুর গ্রামের মোঃ শফিকুল ইসলাম(৪৫), শিপ্পুর গ্রামের মোঃ শমসের উদ্দিন(৭৫), ব্রোম্যকপালিয়া গ্রামের মোছাঃ আমিনা খাতুন(৫০), চর-ঘাটিনা গ্রামের মোছাঃ ফাতেমা খাতুন(৬০), কাওয়াক গ্রামের মোছাঃ হাসিনা খাতুন(৫০) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে উপজেলার হাটদেলুয়া গ্রামের রুবাইয়া(৩) মাস ও গোপালপুর গ্রামের ফাহিম(১৪) মাস ।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান প্রতিদিন হাসপাতালের আউটডোরে ২০ থেকে ৩০ জন ঠান্ডা- কাশি জনিত রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে । জটিল না হওয়ায় তাদেরকে ভর্তি করা হচ্ছে না । তবে শৈত্য প্রবাহ এ অবস্থায় থাকলে রোগীর সংখ্যা বাড়তে পারেও বলে তিনি জানান ।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে শীতার্তদের মাঝে এ পর্যন্ত সরকারিভাবে প্রায় সাড়ে ৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে । সরকারি বরাদ্দের আরো ৩ হাজার কম্বল বিতরণ করা হবে । তবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে ।