উল্লাপাড়ায় শীতবস্ত্র বিতরণ করলেন তানভীর ইমাম এমপি
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জোর উল্লাপাড়ায় মজিববর্ষ উপলক্ষে উপজেলার ৬ হাজার ৮ শত ৬৮ জন অসহায়, দুস্হ ও দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে বিনামূলে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
উল্লাপাড়া উপজেলা পরিষদ আয়োজনে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ( দর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়) বাস্তবায়নে, উপজেলা পরিষদ চত্ত্বরে মঙ্গলবার বেলা ২ টার দিকে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম অসহায়, দুস্হ ও দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে ৬ হাজার ৮ শত ৬৮ পিছ কম্বল(শীতবস্ত্র) বিতরণ করেন ।
এ সময় তাঁর সংগে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালেক, উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম আজিজুল হক শাহ আলম প্রমুখ ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৩/০১/২০২৩