উল্লাপাড়ায় রকেট এজেন্টকে গুলি করে টাকা লুট করার ঘটনায় চার ডাকাত অস্ত্র সহ গ্রেফতার।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রকেট এজেন্টকে গত ১৬ ডিসেম্বর উল্লাপাড়া থানা এলাকায় রকেট এজেন্টকে গুলিবিদ্ধ করে ডাকাতির ঘটনার সাথে জড়িত চার ডাকাতকে গ্রেফতার করা সহ ডাকাতি কাজে ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র রিভলবার , গুলি ও ১টি মোটরসাইকেল উদ্ধার কর এবং পৃথক ঘটনায় ১টি ওয়ান শুটারগানসহ ১জন গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম(বার), পিপিএম(বার)। তিনি জানান গত ১৬ ডিসেম্বর উল্লাপাড়া উপজেলার চৌকিদহ ব্রীজ এলাকায় রকেটের এজেন্ট মোঃ তরিকুল ইসলামের গতিপথ রোধ করে তাকে গুলি করে তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাত চক্ররা। পরে তরিকুল ইসলামের ছোট ভাই ইমরান কবীর বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় বাদি হয়ে অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করে।
পরে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত সাপেক্ষে তথ্য প্রযুক্তির মাধ্যমে এঘটনার সাথে জড়িত চারজনকে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে এ লুটের ঘটনার সাথে জড়িতরা স্বীকার করেছে।
জড়িত ৪ ডাকাত যথাক্রমে ১। মোঃ সুজন মিয়া ওরফে সোহেল (২৮), পিতা-মোঃ মাজেদ আলী আকন্দ ওরফে মাজম আলী, সাং-গয়হাট্টা ভাগলগাছি ২। মোঃ আঃ করিম (২৮), পিতা-মোঃ ওসমান প্রাং ৩। মোঃ আঃ মালেক (২৭), পিতা-মৃত খালেক মন্ডল ৪। মোঃ আশরাফুল প্রাং(৩৫), পিতা-মৃত ছাইদার প্রাং, সর্বসাং-রামকান্তপুর স্কুলপাড়া, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জদের গ্রেফতারসহ ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বিদেশী রিভলবার ৬ রাউন্ড গুলি ২ টি গুলির খোসা১টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে জানান ।
এছাড়াও উল্লাপাড়া থানাধীন ভেংড়ী দক্ষিণপাড়াস্থ ধৃত আসামী মোঃ আবু হাসেম(২৬), পিতা-মোঃ আবু বক্কার সিদ্দিক, সাং-ভেংড়ী, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতারপূর্বক জিজ্ঞাসাবাদে তার বসতবাড়ির গরুর ঘরের ভিতর হতে ০১ টি ওয়ান শুটারগান অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।
এ সংক্রান্তে অস্ত্র আইনের পৃথক পৃথক ২টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে জমা দেয়া হয়।
মিডিয়া ব্রিফে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ওসি ডিবি, ডিআইও-১সহ ডিবির চৌকস টিমের সদস্যগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।