উল্লাপাড়ায় মাদক ব্যবসায়ী সেলিনা ওরফে স্লিফা গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিনা ওরফে স্লিফা(২৮)কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।
বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছগ্রামে ইয়াবা ও হেরোইন বিক্রি করছে সংবাদ পেয়ে পুলিশ ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে । সেলিনা ওরফে স্লিফা উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছগ্রামের মাদক ব্যবসায়ী মোঃ ফরুক মিয়ার স্ত্রী । ফারুক বর্তমানে জেলে রয়েছে । পুলিশ জানায় ফারুক ও তার স্ত্রী স্লিফা মাদক বিক্রির অপরাধে গত ৭ মাস আগে গ্রেফতার হয়ে জেলে যায় । স্লিফা জামিনে মুক্ত হয়ে বের হয়ে আসলেও ফারুকের জামিন হয়নি ।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান মাদক বিক্রির অপরাধে সেলিনা ওরফে স্লিফাকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছেন । গত ৭ মাস আগে স্লিফার স্বামী ফারুক মাদক বিক্রির অপরাধে গ্রেফতার হয়ে জেলে রয়েছে ।