উল্লাপাড়ায় মাওলানা রফিকুল ইসলাম খান পানসি নৌকা বাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান কর্তৃক আয়োজিত “মাওলানা রফিকুল ইসলাম খান পানসি নৌকা বাইচ ২০২৫ ইং” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বিকেলে উপজেলার সোনতলা ব্রীজের করতোয়া নদীতে ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শাহজাদপুর উপজোলার চিনাধুকুরিয়া গ্রামের আল মদিনা এক্সপ্রেস পানসি নৌকা ও স্বপ্নের তরী ভাইমারা এক্সপ্রেস পানসি নৌকা ।
এ প্রতিযোগিতায় স্বপ্নের তরী ভাইমারা এক্সপ্রেসকে হারিয়ে আল-মদিনা এক্সপ্রেস চ্যাম্পিয়ান হয় ।
পরে সন্ধ্যা ৭ টায় এ পানসি নৌকা প্রতিযোগিতার আয়োজক ও পৃষ্ঠপোষক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান বিজয়ী আল-মদিনা এক্সপ্রেস মালিকের হাতে বিজয়ী পুরুষ্কার তুলে দেন । এ সময় উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা শাহজাহান আলী, সেক্রেটারি মোঃ কামরুল ইসলাম সহ জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া সিরাজগঞ্জ
০৭/১০/২০২৫