উল্লাপাড়ায় বর্ষা মৌসুমেও পানি শুন্য মাঠ
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধিঃ
চলছে বর্ষাকাল । শুধুই মাঝে মধ্যে রিমঝিম বৃষ্টি । মাঠে নেই বন্যার পানি । চলছে না নৌকা । সবুজ ঘাসে ভরে উঠছে মাঠ । নৌকাগুলো ডাঙ্গায় পড়ে আছে । বর্ষা মৌসুমে জেলেরা জাল ফেলে মাছ ধরতে পারছে না । নৌকার মাঝি ও জেলেরা বেকার জীবন যাপন করছেন । চলতি বর্ষা মৌসুমে এ অবস্থার সৃষ্টি হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ।
উল্লাপাড়া উপজেলার চলনবিল অঞ্চল ঘেরা ৩ টি ইউনিয়ন মোহনপুর, বড় পাঙ্গাশী ও উধুনিয়ার খাল বিল ও মাঠ গুলোতে ভরা বর্ষাকালেও দেখা মিলছে না বন্যার পানির । এ সময় এ মাঠ গুলো স্বাভাবিক বন্যার পানিতে তলিয়ে যায় । বছরের ৬ মাস চলনবিলের এ বিশাল অংশ পানিতে তলিয়ে থাকে । আষাঢ় মাসের শুরু থেকেই এ অঞ্চলের দরিদ্র মানুষগুলো ডিঙ্গি ও বড় নৌযান নিয়ে যাত্রী ও মালামাল পারাপারে ব্যাস্ত থাকে । জেলেরা পানিতে জাল ফেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে । কিন্তু বন্যার পানি না থাকায় ওই মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে ।
রবিবার বিকেলে সরজমিনে গিয়ে ইউনিয়ন তিনটি ঘুরে দেখা যায়, পানি রয়েছে শুধু এলাকার নদী গুলোয় । শুকনো বিশাল বিশাল মাঠগুলো পরে আছে । এ বর্ষা মৌসুমেও পানি শুন্য মাঠ । সবুজ ঘাষ ও আগাছায় মাঠগুলো ভরে গেছে । কৃষক মাঠে গরু চড়াচ্ছেন । মাঝি নৌকা মেরামত করে আলকাতরা লাগিয়ে খাল-বিলের পাড়ে শুকনো জায়গায় রেখে দিয়েছেন ।
উধুনিয়া গ্রামের নুরুন্নবী, জাহিদ হোসেন ও রেজাউল করিম বলেন, বর্ষাকাল শুরু হতে না হতেই বানের পানিতে চলনবিলের এই তিনটি ইউনিয়নের মাঠগুলো তলিয়ে যেতো । কিন্তু এবার তেমনটা দেখা যাচ্ছে না।
তারা জানান বড়াল নদীতে বন্যার পানি কম থাকায় বাঘাবাড়ির সুইচ গেট দিয়ে বন্যার পানি প্রবেশ না করায় এ মাঠগুলোয় বান্যার পানি আসে নি । তাই এমন অবস্থার সৃষ্টি হয়েছে । তবে অল্প কিছু দিনের মধ্যেই বন্যার পানি এসে মাঠগুলো তলিয়ে যাবে বলে তারা আশা করছেন ।
নুরুল ইসলাম বলেন বর্ষাকালে নিজের নৌকা ভারায় খাটিয়ে দিনে ৮০০ থেকে ১ হাজার টাকা আয় করেন । কিন্তু এখন পর্যন্ত বন্যার পানি না আসায় নৌকা নিয়ে বন্যার পানি আসার অপেক্ষায় দিন পার করছেন । শুধু তিনিই নয় তার মতো এলাকার আরো অনেকেই অপেক্ষায় আছেন বর্ষা মৌসুমের বানের পানি আশায়।
উধুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বাচ্চু এ প্রতিনিধিকে জানান তাদের এই বিশাল চলনবিল অধ্যুসিত এলাকায় ভরা বর্ষা মৌসুমে পানি থই থই করে । এ সময় মাঝিরা নৌকা নিয়ে যাত্রী ও মালামাল পরিবহন করে এবং জেলেরা পানিতে জাল ফেলে মাছ স্বীকার করে । পানি না থাকায় তারা বেকার হয়ে বসে আছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০২/০৭/২০২৪