দেশগ্রাম

উল্লাপাড়ায় নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোজ

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে রাজিব(১৭) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছেন । সে উপজেলার সলপ ইউনিয়নের সোনতোলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ ম শ্রেণীর ছাত্র । রবিবার বেলা ১২ টার দিকে রাজিব তার ৩ বন্ধুকে সাথে নিয়ে করতোয়া নদীর সোনতোলা ব্রীজের পাশে গোসল করতে নামে ।

নদীতে স্রোত থাকায় রাজিব নামের এক বন্ধ পানির তোড়ে ভেসে যায় । অপর ৩ বন্ধ সাঁতরায়ে পাড়ে উঠলে রাজিব সাঁতার না জানায় পাড়ে উঠতে পারেনি ।

খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে নেমে অনেক খোজা খুঁজি করে রাজিবকে উদ্ধার করতে পারেনি৷ । পরে বিকেল ৫ টার দিকে রাজশাহী থেকে ডুবুরি দল এসে নিখোঁজ রাজিবকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে । মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ