উল্লাপাড়ায় দ্বিতীয় ধাপে ৮ জন করোনায় আক্রান্ত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্বিতীয় ধাপে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮ জন । গত ১৯ এপ্রিল সিরাজগঞ্জ এম মুনসুর আলী মেডেকেল কলেজ হাসপাতালে করোনা টেষ্ট রিপোর্টে ওই ৮ জনের করোনা পজিটিভ আসে বলে মঙ্গলবার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন বিষয়টি জানান ।
উল্লাপাড়ায় এ পর্যন্ত মোট ২৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে । মঙ্গলবার করোনায় আক্রান্ত হওয়া উল্লাপাড়ার শ্যামলীপাড়ায় দুই ভাই আব্দুল্লাহ আল-সাদিক ও রিমন এবং বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ বাজারে খাইরুন্নেছা নামে একজন সহ মোট তিনজনের করোনা
পজিটিভ হওয়ায় উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, ফোর্স সহ করোনা আক্রান্তদের বাড়ী গিয়ে তাদের খোজ-খবর নেন এবং আক্রান্তদের হোম-কোয়ারেন্টাইন রাখার বিষয়টি নিশ্চিত করেছেন ।