উল্লাপাড়ায় দেশীয় মার্শাল আর্ট উপকান-দো বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রামে উপকান-দো মার্শাল অার্ট প্রশিক্ষণ কেদ্রে উপকান-দো বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন । এদের মধ্য থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হন । গ্রুফ অনুজায়ী বেল্ট প্রাপ্ত হলেন -গ্রীন বেল্ট ১জন, কমলা বেল্ট ৭ জন, হলুদ বেল্ট ৬ জন, বাদামি বেল্ট ৪ জন ও কালো বেল্ট ৩ জন । এদেরকে বেল্ট পড়িয়ে দেন বাংলাদেশ মার্শাল আর্ট কমফেডারেশনের রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক মোঃ শামিম আলম চৌধুরী । সেই সাথে স্ব স্ব বেল্ট পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র প্রদান করা হয়।
এ সময় ঢাকা এফ এম ৯০.৪ মিডিয়া পাটনার সরাসরি সংযুক্ত ছিলো । উপকান-দো বেল্ট পরীক্ষা পরিচালনা করেন দেশীয় মার্শাল আর্ট উপকান-দো উল্লাপাড়া শাখার কেন্দ্র পরিচালক মোঃ আনোয়ার বিন জুলকার নাইন পোষ্টিং ।
এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভার সভাপতি দেশীয় মার্শাল অার্ট উপকান-দো উল্লাপাড়া শাখার সভাপতি এস এম জাহিদুজ্জামান কাঁকন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক মোঃ শামিম আলম চৌধুরী, উল্লাপাড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও নবনির্বাচিত কাউন্সিলর এস এম আজিজুল ইসলাম শাহা আলম, দেশীয় মার্শাল আর্ট উপকান-দো উল্লাপাড়া শাখার কেন্দ্র পরিচালক মোঃ আনোয়ার বিন জুলকার নাইন পোষ্টিং প্রমুখ ।