উল্লাপাড়ায় দুস্থদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে উল্লাপাড়া উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরে গ্রামিন অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) কর্মসুচির আওতায় কর্মহীন, দরিদ্র ও দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামুল্যে ১৮০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে । সোমবার উপজেলা পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তানভীর ইমাম এমপি কর্মহীন দরিদ্র দুস্থদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করেন । সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন জনাব তানভীর ইমাম এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান ভুঁইয়া প্রমুখ্য ।