উল্লাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী নিকট থেকে প্রায় ৪ লাখ টাকা ছিনতাই
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার দবিরগঞ্জ নামক স্থানে ডিবি পুলিশের পরিচয় দিয়ে আব্দুল করিম ও আব্দুল কাদের নামের দুই গরু ব্যবসায়ীর নিকট থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুবৃত্তরা। ওই দুই ব্যবসায়ীর বাড়ী উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামে। গরু ব্যবসায়ী আব্দুল কাদের ও আব্দুল করিম জানায় তারা সিরাজগঞ্জের তাঁড়াশে গরু বিক্রি করে নছিমন যোগে বাড়ি ফিরছিলেন। তারা দবিরগঞ্জে পৌছালে একটি কালো মাইক্রোবাস তাদের নছিমন গাড়ির গতিরোধ করে ।
এ সময় কয়েক ব্যক্তি মাইক্রোবাস থেকে নেমে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নছিমনে থাকা দুই ব্যবসায়ীর বিরুদ্ধে চোরাই গরু বিক্রির অভিযোগ আছে বলে ওই দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিদের কালো মাইক্রোতে তোলা হয়। এরপর তাদেরকে মারধর করে এবং বুকে পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীদের কাছে রক্ষিত ৩ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাদের চোখ বেঁধে দুই কিলোমিটার দুরে কচুওয়ার বিলের পাশে ফাঁকা স্থানে মাইক্রো থেকে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা চলে যায় ।
পরে ব্যবসায়ীরা বিষয়টি উল্লাপাড়ার পুলিশ সার্কেলের এএসপি গোলাম রহমানকে জানানো হয়েছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা জেড জেড তাজুল হুদা জানান বিষয়টি জানা নেই । তবে গরু ব্যবসায়ীদের নিকট থেকে এ বিষয়ে অভিযোগ পেলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে ।