উল্লাপাড়ায় “জমিদার” গরুটির দাম চাওয়াহচ্ছে ২৫ লাখ টাকা
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোরবানির ঈদকে সামনে রেখে “আবির এগ্রো ফার্মে” পালিত দেশীয় ষাঁড় গরু ” জমিদার ” এর দাম চাওয়া হচ্ছে ২৫ লাখ টাকা । আর “টাইটানিক” এর দাম চাওয়া হচ্ছে ১৮ লাখ টাকা । লাল রংয়ের ষাঁড় গরুটির ওজন প্রায় ১ হাজার ৩০০ কেজি (৩৫ মণ ) এবং সাদা কালসা রংয়ের ষাঁড় গরুটির ওজন ১ হাজার কিজি(সাড় ২৭ মন) বলে খামার থেকে জানানো হয়।
উল্লাপাড়া পৌর এলাকার গ্যাস লাইন পশুর হাট সংলগ্ন নতুন গড়ে উঠা “আবির এগ্রো ফার্মে” গিয়ে দেখা যায় কোরবানির ঈদকে সামনে রেখে বিশাল বিশাল দেশি জাতের ৭ টি ষাঁড় গরুসহ অস্ট্রেলিয়ান জাতের হলিস্টিন ফ্রিজিয়ান ২ টি, পাকিস্তানি শাইওয়াল জাতের ২ টি এবং আফ্রিকান জাতের ৪ টি মহিস লালন-পালন করছেন । এর মধ্যে “জমিদার” নামের লাল গরুটি আকারে বড় ও ওজনে সবচেয়ে বেশী ১ হাজার ৩০০ কেজি এবং টাইটানিক নামের সাদা কালসে গরুটির ওজন ১ হাজার কেজি বলে খামার মালিক মো. রঞ্জু মিয়া জানান । তিনি জানান এ ২ টি সহ দেশীয় জাতের আরো ৫ টি ষাঁড় গরু তার খামারে রয়েছে ।
এ প্রতিবেদককে মো. রঞ্জু মিয়া বলেন তিনি “জমিদার” এর বিক্রি দাম চাইছেন ২৫ লাখ টাকা এবং “টাইটানিক” এর বিক্রি দাম চাইছেন ১৮ লাখ টাকা । তার খামারে পালিত আরো ৫ ষাঁড় গরুর ওজন ৯ শো কেজি থেকে ৮ শো কেজির মধ্যে হবে বলে জানান। বিভিন্ন মোকাম এলাকা থেকে তার খামারে গরু ব্যবসায়ীগণ এসে গরুগুলো দেখছেন ও দর দাম জানছেন। এলাকার সাধারণ জনগণ খামারে এসে গরুগুলো দেখছেন । তিনি জানান খামার থেকে গরুগুলো বিক্রি করতে পারলে ভালো তানা হলে ঢাকার গাবতলি হাটে নিয়ে যেতে হবে ।
ঈদ-উল-আযহার আর মাত্র বাকী ১৬ দিন । ঈদকে সামনে রেখে উল্লাপাড়ার কোরবানির পশুর হাটগুলোতে গরু কেনাবেচা শুরু হয়েছে । উপজেলার গ্যাসলাইন, বড়হর, জনতা, বোয়ালিয়া, কয়ড়া এবং সলংগা পশুর হাটে যেমন কোরবানি পশু উঠছে তেমনি রয়েছে এর ক্রেতা।
শুক্রবার বিকেলে উল্লাপাড়া পৌর এলাকার গ্যাসলাইন হাটে গিয়ে দেখা যায় কোরবানি উপলক্ষে বেশ কিছু গরু-ছাগল বিক্রয় হয়েছে । কোরবানির পশুর হাটের ইজারাদাররা কোরবানি উপলক্ষে দ্বিগুণ খাজনা আদায়ের চেষ্টা করছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০১/০৬/২